রোববার স্থানীয় সময় রাতে প্যারিসের পো নাফের কাছে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
যে গাড়িতে গুলি চালানো হয় সেটি উল্টো পথে যাচ্ছিল দেখে পুলিশ প্রথমে সেটিতে তল্লাশি চালাতে চেয়েছিল বলে ফ্রান্সের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, গাড়িটি পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়ার লক্ষ্যে দ্রুতবেগে আসায় সেটি লক্ষ্য করে গুলি চালানো হয়।
ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন, বুথফেরত জরিপে এমন ইঙ্গিত মেলার কয়েক ঘণ্টার মধ্যে প্যারিসে গাড়িতে পুলিশের এ গুলি চালানোর ঘটনা ঘটে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।