সম্প্রতি বিয়ে করেছেন কিপার-ব্যাটার উইনফিল্ড। স্বামী কোর্টনি হিলসহ ঘুরতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার হ্যামিল্টন আইল্যান্ডে।
আরেক কিপার-ব্যাটার জোন্স ছিলেন পার্থে। দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া বিমান চলাচল বন্ধ করে দেওয়ায় তারা কেউই দেশে ফিরতে পারছেন না।
আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল উইনফিল্ডের। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী দুই থেকে তিন মাস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার সব কিছু, এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলে জানিয়েছেন উইনফিল্ড।
অস্ট্রেলিয়ায় কভিড-১৯ রোগের সংক্রমণ বেড়ে চলছে ক্রমশ। এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ও প্রাণ হারিয়েছেন ১৩ জন।
বিশ্বের ১৯৮ দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লাখ, মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার।