ক্যাটাগরি

আইফায় সেরা সিনেমা শেরশাহ, অভিনেতা ভিকি ও অভিনেত্রী কৃতি

রোববার জমকালে আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২২তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

‘সরদার উধাম’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরেছেন ভিকি কৌশল; ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি স্যানন।

সেরা সিনেমা ‘শেরশাহ’র পরিচালক বিঞ্চু বর্ধন, চিত্রনাট্যকার সন্দীপ শ্রীবাস্তব, সংগীত পরিচালক জসলিন রয়্যাল, জাভেদ মোহসিন, বি প্রাক, প্লেব্যাক গায়ক জুবিন নটিয়াল (রাতে লম্বিয়া, শেরশাহ), প্লেব্যাক গায়িকা অ্যাসেস কৌর (রাতে লম্বিয়া, শেরশাহ) পুরস্কার পেয়েছেন।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, ‘লুডু’ সিনেমার জন্য। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘মিমি’ সিনেমার সাই তামহাঙ্কার।

সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন সুনীল শেঠির ছেলে আহান শেঠি, ‘তড়প’ সিনেমার জন্য। সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘বান্টি আউর বাবলি ২’ সিনেমার অভিনেত্রী শর্বরী ওয়াঘ।

সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন কসুর মুনীর (লাহেরা দো-৮৩), সেরা সংগীত পরিচালক হিসেবে ‘শেরশাহ’ সিনেমার জসলিন রয়্যাল, জাভেদ মোহসিন, বি প্রাকের সঙ্গে যুগ্নভাবে পুরস্কার পেয়েছেন এআর রহমান (অতরঙ্গি রে)।

সেরা গল্প (অ্যাডপটেড): কবীর খান (৮৩); সেরা গল্প (অরিজিনাল): অনুরাগ বসু (লুডো)

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান, মনীশ পাল ও রীতেশ দেশমুখ।