চীনের বাইরে ২শ’ টি দেশে করোনাভাইরাসের বিস্তার ঘটেছে। চীন থেকে ছড়ালেও এখন নভেল করোনাভাইরাস মহামারী কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।
মহাদেশটির ইতালি মৃত্যু সংখ্যায় সবাইকে ছাড়িয়ে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করে ভাইরাসটি কতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
বিশ্বে ইতালিতেই এখন করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।সর্বশেষ তথ্যানুযায়ী,ইতালিতে মৃতের সংখ্যা ৭ হাজার ৫০৩। আর আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৩৮৬ জন।
ওদিকে,স্পেন ইতোমধ্যে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে ইতালির পরেই স্থান নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪,০৮৯ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আসছে দিনগুলোতে যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মহামারীর নতুন উপকেন্দ্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রে প্রতিদিনই আসছে নতুন আক্রান্তের খবর।
গতদিনে করোনাভাইরাসে নতুন যতজন আক্রান্ত হয়েছে তার এক তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের।সেখানে নতুন ১৫ হাজার মানুষ করোনাভাইরাস আক্রান্ত হওয়াসহ নতুন ২৬০ জনের মৃত্যু হয়েছে।হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে।এবং আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ২৪৬ তে দাঁড়িয়েছে।
দেশটিতে নিউ ইয়র্কেই বেশিসংখ্যক মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।সেখানে আক্রান্তের সংখ্যা ২০ হাজার এবং মৃত্যু হয়েছে ২৮০ জনের।
অন্য কয়েকটি দেশে মৃত-আক্রান্তের পরিসংখ্যান:
চীন: মৃত ৩,২৭০,আক্রান্ত ৮১,৭৮২
জার্মানি:মৃত ২২৯,আক্রান্ত ৪০,৫৮৫
ইরান:মৃত,২,২৩৪,আক্রান্ত ২৯,৪০৬
ফ্রান্স:মৃত ১,৩৩১, আক্রান্ত ২৫,৬০৪
যুক্তরাজ্য: মৃত ৪৬৫ আক্রান্ত ৯,৬৪২
সুইজারল্যান্ড: মৃত ১৭২, আক্রান্ত ১১,৫৭৫
নেদারল্যান্ডস: ৪৩৪, ৭৪৫৯
দক্ষিণ কোরিয়া: ১৩১, ৯,২৪১
অস্ট্রিয়া: ৪৯, ৬,৩৯৮
বেলজিয়াম: ২২০, ৬,২৩৫
কানাডা: ৩৬, ৩৪১২
অস্ট্রেলিয়া: ১১,২৮১০
জাপান: ৪৫, ১,৩০৭
মালয়েশিয়া: ২৩, ২০৩১
ইন্দোনেশিয়া: ৭৮, ৮৯৩
ফিলিপিন্স: ৪৫, ৭০৭