বৃহস্পতিবার পুলিশ ও সেনাসদস্যরা জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম চালিয়েছেন। বিভিন্ন জায়াগয় হাট ভেঙে দেওয়া হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করেছে, দোকানের সামনে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।
এছাড়া সেনাসদস্যরা হাটে-বাজারে গিয়ে জনসাধারণকে দূরত্ব বজায় রেখে চলার গুরুত্ব বুঝিযেছেন। কোয়ারেন্টিন নিশ্চিত করার কাজ চলছে। হাসপাতালে সেবা নিতে আসা কমেছে।
বিভিন্ন জেলায় করোনাভাইরাস মোকাবিলার জন্য কিছু হাসপাতাল প্রস্তুত হয়েছে। আরও প্রস্তুত করার কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে পর্যাপ্ত সংখ্যক সুরক্ষা পোশাক পৌঁছায়নি বলে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা শহরগুলো জনশূন্য অবস্থায় অচল রয়েছে। জেলায় জেলায় প্রধান সড়কগুলো ফাঁকা। সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকাসহ কোথাও কোথাও ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কিছু দোকানও বন্ধ রয়েছে।
কোনো কোনো বাড়ি ও ভবন লক ডাউন ঘোষণা করেছে প্রশাসন। কোনো জাতীয় দৈনিক সব জেলায় পৌঁছায়নি এমন খবরও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্য ফেরত এক দম্পতিকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন-ঢাকা হয়ে তারা সিলেটে এসে পৌঁছান।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, এ ফ্লাইটে মোট ৩১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী এই দম্পতির শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হয়।
অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর ইমিগ্রশেন পুলিশ।
বগুড়া
মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। নির্দেশ পেলে রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী নিরাপত্তা সরঞ্জাম ও ওষুধ এখনও পৌঁছায়নি। এ হাসপাতাল ১২০ জনের সেবা দেওয়া যাবে। দু-এক দিনের মধ্যে আরও ৬০ শয্যা প্রস্তুত করা হবে। এছাড়াও ১২টি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার ৩০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে।

দুটি শয্যার মধ্যে প্রায় দুই মিটার দূরত্ব রাখা বাধ্যতামূলক হওয়ায় শয্যাসংখ্যা কমেছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া
জেলা শহর শুনশান নীরব রয়েছে। শহরের প্রধান সড়কগুলো ফাঁকা। দুপুর থেকে সেনাসদস্যরা শহরে টহল দিয়েছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা শহরের বিভিন্ন স্থানে অযথা ঘোরাফেরা না করতে জনসাধারণকে অবহিত করেছেন। সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান পাঠ বাদে সব দোকানপাট বন্ধ রয়েছে।
ঢাকা থেকে কোনো জাতীয় দৈনিক ব্রাহ্মণবাড়িয়ায় আসেনি।
বরিশাল
বরিশালে নিম্ন আয়ের মানুষদের খাদ্যসহায়তা দেওয়া শুরু করেছে জেলা প্রশাসন।
বিকেলে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা প্রশাসক বলেন, বরিশাল শহরসহ জেলার ১০ উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে কর্মহীন হতদরিদ্র ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে এই সংখ্যা।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো মানুষ না খেয়ে থাকবে না বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, প্রতি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, পাঁচ কেজি আলু ও একটি করে সাবান দেওয়া হচ্ছে।
পাবনা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিককে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে।
তবে ওই ব্যক্তি গলায় অস্ত্রোপচার করার রেকর্ড থাকায় করোনাভাইরাসের সংক্রমণ না-ও হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ঈশ্বরদী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম বলেন, রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ত্রয়ে কর্মরত এক বেলারুশ নাগরিক পরীক্ষার জন্য বুধবার রাতে ঢাকায় গিয়েছেন। তার গলা ব্যথা, কাশি ও কিছু সমস্যা ছিল।
তবে ওই প্রতিষ্ঠানের চিকিৎসক সের্গেই মারজভস বলেন, “আগে তার গলায় একটি অস্ত্রোপচার হয়েছিল। তাই ধারণা কছি এ কারণেও তার গলাব্যথা হতে পারে। ঈশ্বরদীতে পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে না বের হয়ে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।”
এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, “ওই বিদেশির বিষয়ে ঢাকায় আইইডিসিআরে কথা বলা হয়েছিল। তাদের ঈশ্বরদী এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার কথা ছিল। কিন্তু ওই ব্যক্তি সময় না দিয়ে রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় গিয়েছেন। ওই রাতেই ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
“ওই বিদেশি সেপ্টেম্বরের শেষের দিকে ঈশ্বরদীতে আসেন। দেশে যাওয়ার জন্য তিনি কয়েক দিন আগে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় তিনি কয়েক দিন ঢাকায় থেকে ফিরে আসেন।”
নারিচা এলাকার ওই বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান।
তিনি বলেন, “রাশিয়ানদের ভাড়া করা হাউস-২ নামে ওই বাড়িতে বসবাসরত অন্য বিদেশিদের রূপপুর প্রকল্পে কাজে যেতে নিষেধ করা হয়ে। এছাড়া তাদের প্রকল্পে প্রবেশের সিকিউরিটি পাস বন্ধ করা হয়েছে।”
ওই বাড়িতে ১৫-১৬ জন বিদেশি নাগরিক বসবাস করছেন বলে এলাকাবাসী জানিয়েছে।
নাটোর
নাটোরে ২৬৭ জন পুলিশ সদস্যসহ ও স্থানীয় সাংবাদিকদের পারসোনাল প্রটেক্টিভ ইকুপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়েছে।

জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ উদ্যোগে এগুলো দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম বলেন, সরকারের পক্ষে সবার হাতে পিপিই সরবরাহ করা বাস্তব কারণে কিছুটা দেরি হচ্ছে। অথচ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। পাঁচজন মারাও গেছেন। এ অবস্থায় অনতিবিলম্বে করোনাভাইরাস প্রতিরোধে যারা মাঠপর্যায়ে কাজ করছেন তাদের সুরক্ষার জন্য এখনই পিপিই দেওয়া দরকার। তাই পুলিশ সুপার নিজ অর্থায়নে পিপিই কিনেছেন।
“এগুলো ২৬৭ জন পুলিশ সদস্য ও নাটোরে কর্মরত সংবাদকর্মীদের দেওয়া হয়েছে।”
ফেনী
ফাঁকা শহরে সেনাসদস্যরা টহল দিয়েছেন। বন্ধ রয়েছে শপিং মলসহ প্রায় সব ধরনের দোকানপাট। দূর পাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরে চালু রয়েছে মুদি ও সবজি দোকান। খোলা রয়েছে ফার্মেসি ও হাসপাতালের সেবা কার্যক্রম।

জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে কেউ বের হচ্ছেন না।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, বেশ কিছু গণমাধ্যম তার সঙ্গে আলাপ না করে ফেনীকে ‘লক ডাউন’ করা হয়েছে বলে নিউজ প্রকাশ করেছে। যার কোনো ভিত্তি নেই। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার যেসব প্রতিবন্ধকতার কথা বলেছে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত সেনাসদস্য মোতায়েন রয়েছে।
নীলফামারী
নীলফামারী সদর উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে এক তরুণ পানদোকানির কাছে চাঁদা দাবি করায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সদর থানার পরিদর্শক ( তদন্ত) মাহমুদ উন নবী বলেন, বুধবার বিকালে চাপড়াসরমজানি ইউনিয়নের বানিয়াপাড়ায় পান দোকানি বিধবা আসাতন বেগমকে করোনাভাইরাস সংক্রান্ত ভীতি দেখিয়ে নুরুজ্জামান (২৩) নামে এক তরুণ পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
মাগুরা
শহরের নিত্যপণ্য ও ওষুধের দোকানেগুলোর সামনে তিন ফুট দূরত্ব বজায় রাখতে চিহ্ন দেওয়া শুরু করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান।
এর আগে তিনি বিদেশফেরতদের বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে এলাকাবাসীকে সর্তক করেন।
ইউএনও বলেন, সেনাসদস্য, পুলিশ, আনাসারসহ সম্মিলিত ফোর্স নিয়ে তিনি সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দোকান-পাট বন্ধ ও জনসমাগম বিচ্ছিন্ন করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন মসজিদে গিয়ে প্রচারণা চালিয়েছেন।
চাঁদপুর
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে বৃত্ত এঁকে দিচ্ছে চাঁদপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের ফার্মেসির সামনে তিন ফুট দূরত্ব রেখে বৃত্ত এঁকে নমুনা দেখিয়ে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজ তদারক করেন।
মাহমুদ বলেন, এটি শুধু ওষুধ ফার্মেসির জন্য নয়, কাঁচামাল, মুদিদোকন প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার ক্ষেত্রেও সবাইকে এ নিয়ম মেনে চলতে হবে।
তিনি বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকার লক্ষ্যে চাঁদপুরের সকল সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এ ধরনের পদক্ষেপ নিয়ে জনগণকে সচেতন করতে হবে।
জেলা প্রশাসনের দেখাদেখি অন্যান্য প্রতিষ্ঠানও যেন এ নিয়ম অনুসরণ করে সেই আহ্বান জানান তিনি।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে নিম্ন আয়ের লোকজনকে খাদ্যসহায়তা দেওয়াসহ করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস মোকাবিলা বিষয়ে সেনাসদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, করোনাভাইরাস রুখতে জেলাজুড়ে চলছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না অনেকেই। এর ফলে বেশি প্রভাব পড়েছে হতদরিদ্রদের জীবনে। এ অবস্থায় প্রাথমিকভাবে তাদের জন্য ১০০ টন চাল ও সাত লাখ টাকা বরাদ্দ এসেছে।
ধারাবাহিকভাবে তাদের জন্য আরও চাল-ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বরাদ্দ হলে সরবরাহ করা হবে বলে তিনি জানান।
জেলা প্রশাসক বলেন, বৈঠকে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি ও করণীয়সহ সার্বিক বিষয় আলোচনা হয়। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোর অবস্থা, চিকিৎসা পদ্ধতি ও অ্যাম্বুলেন্স নিয়েও আলোচনা হয়। বুধবার থেকে মুন্সীগঞ্জ শহরে আর্মি সদস্যরা টহল দিচ্ছে। সরকারি নির্দেশ পাওয়ার পর তারা পুরোদমে কাজ শুরু করবেন।
মুন্সীগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের জন্য জেলা প্রশাসন বেসরকারিভাবে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, এই অ্যাম্বুলেন্সে করে রোগীকে দ্রুত ঢাকায় পাঠানো হবে। এছাড়া জেলায় পর্যায়ে সরকারিভাবেও একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। আর প্রতিটি উপজেলায় যাতে অন্তত একটি করে অ্যাম্বুলেন্স রাখা যায় সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
জেলা প্রশাসনের বৈঠকে সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জ সদর হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও একটি চল। এটি হাসপাতালের কাজেই থাকবে, যাতে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থায় প্রভাব না পড়ে।
হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন স্বাস্থ্য বিভাগের লোকজন খোঁজখবর নিচ্ছেন বলে জানান সিভিল।
তিনি বলেন, মুন্সীগঞ্জে ৪২৮ জন হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের বাড়িতে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন হোম কোয়ারেন্টিনে এসেছেন। আর ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। এ পর্যন্ত ২০১ জন হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন।
টাঙ্গাইল
ঢাকার টোলারবাগ থেকে একটি পরিবার পালিয়ে টাঙ্গাইলে যাওয়ার পর তিন পরিবারকে লক ডাউন করেছে প্রশাসন।
এছাড়া তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছেন বলে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার টোলারবাগে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে পালিয়ে আসেন। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে তার শ্বশুর লুৎফর রহমানের বাড়িতে আশ্রয় নেন। পাঁচ দিন ধরে তিনি ওই বাড়িতে রয়েছেন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
ভূমি কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জাহাঙ্গীর আলমের শ্বশুর লুৎফর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”
তিন পরিবারে সদস্যসংখ্যা ১২ জন জানিয়ে তিনি বলেন, তারা বাড়ির বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান লোক দিয়ে বাজার করে ওই পরিবারকে দেবেবেন বলেও জানান এই কর্মকর্তা।