বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় হাট গোপালগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা এ অভিযান চালান।
গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, আগেই জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ব্যাপারে মাইকিংও করা হয়। তারপরও সাতপাড়ে সাপ্তাহিক হাট বসানো হয়।
“সেটি তাদের নির্দেশ দিয়ে ছত্রভঙ্গ করা হয়।”
গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক ফাঁকা থাকলেও কিছু ইজিবাই চলাচল করতে দেখেছেন তিনি।
“আশা করছি ঘরে অবস্থানের আগামী দিনগুলোতে এসব পরিস্থিতির আরো উন্নতি হবে। মানুষ ঘরে থাকবে থাকবে।”
স্থানীয়রা জানায়, সাতপাড়ে এ দিন সাপ্তাহিক হাটে প্রচুর দোকানপাট বসে এবং অসংখ্য মানুষের সমাগম ঘটে। বিকালে এ হাটে পুরোদমে কেনা-বেচা শুরু হয়।
এ সময় অভিযান চালিয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট তুলে নেওয়ার কঠোর নির্দেশ দেন তারা। অভিযান শুরুর ১৫ মিনিটের মধ্যে হাট ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় মাইকে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচার চালান তারা।