ক্যাটাগরি

নতুন আইফোনের উন্মোচন পেছাতে পারে অ্যাপল

প্রতিবেদনে বলা হয়, নভেল করোনাভাইরাস মহামারীর কারণে গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে আইফোনের উন্মোচন কয়েক মাস পেছানোর কথা বিবেচনা করছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি — খবর আইএএনএস-এর।

খবর প্রকাশের পর বুধবার দিন শেষে অ্যাপলের শেয়ার মূল্য ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪৫.৫২ মার্কিন ডলার। দিনের বেশিরভাগ সময় শেয়ার মূল্য ছিলো ইতিবাচক। ওই দিনই প্রতিষ্ঠানের শেয়ার মূল্য উঠেছিলো ২৫৭.৮৯ ডলারে।

সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। পরিস্থিতি বলছে এবার তেমনটা হবে না।

এর আগে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষক বলেছেন, ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে নতুন আইফোন। আর ডিভাইসটি যাতে জনপ্রিয়তা পায় সেজন্য অ্যাপলের ওপর চাপও বেড়েছে।

মার্চ মাসের শুরুতেই আইফোন ১২-এর একটি প্রটোটাইপ বানানোর পরিকল্পনা ছিলো অ্যাপলের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ফ্লাইটে সীমাবদ্ধতার কারণে সেটিও পেছানো হয়েছে।

জে. পি.  মরগান বিশ্লেষক গোকুল হরিহরনেরও ধারণা চলতি বছর সাধারণ সময়ের চেয়ে দেরীতে আইফোনের প্রকৌশল এবং উৎপাদন যাচাই পরীক্ষা হবে।