বৃহস্পতিবার রাত ১০টার দিকে মনিমুক্তা নামে ওই হোটেলে আগুন
লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।
বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নর্থ সাউড রোডের পাশে আব্দুল হাদি লেনের পাঁচতলা আবাসিক
হোটেলের চারতলার বারান্দায় আগুন লাগে। আধা-ঘণ্টার চেষ্টায় আমাদের ৬টি ইউনিট আগুন নেভায়।”
বারান্দায় থাকা পরিত্যাক্ত মালামালে আগুন লেগেছিল বলে জানান
তিনি।
ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে ওই বারান্দায় রাখা
পরিত্যক্ত আবর্জনায় আগুন লাগে।
বংশাল থানার ওসি শাহিন ফাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “অসামাজিক কর্মকাণ্ড হওয়ার অভিযোগে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছিল। তাই হোটেলে
কেউ ছিল না এবং কেউ আহত হয়নি।”