শুক্রবার জুমার নামাজের ঘণ্টা দেড়েক আগে থেকে নগরীর পাড়া-মহল্লাহ বিভিন্ন মসজিদের মাইক থেকে এ আহ্বান জানানো হয়।
পূর্ব রামপুরার আরামবাগ জামে মসজিদ থেকে ঘোষণা করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জুমার নামাজ ১৫ মিনিট এগিয়ে সোয়া ১টায় জামাত হবে।
“জুমার নামাজ শুরুর ঠিক আগ মুহুর্তে মসজিদে প্রবেশ করবেন। অবশ্য অজু ও সুন্নত নামাজ বাসায় আদায় করে আসবেন। মুখে মাস্ক পরবেন। মসজিদে এসে ফাঁকা ফাঁকা হয়ে বসবেন।”
আরামবাগ জামে মজিদের মত আরও কয়েকটি মসজিদের মাইক থেকেও একই আহ্বান জানানো হয়।

মহাখালীতে বিএসটিআই আবাসিক এলাকার মসজিদে দুপুরে জানানো হয়, বাইরের কাউকে ওই মসজিদে জুমার জামাতে অংশ নিতে দেওয়া হবে না। এরপর বাইরে থেকে আসা কয়েকজনকে সীমানা দেয়ালের বাইরে রাস্তার পাশে নামাজে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।
ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবারই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছিল সারাদেশের মানুষকে।
সেখানে বলা হয়, “করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমআসহ সকল জামাতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার” আহ্বান জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।
বৈশ্বিক মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ রোগের সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে সবাইকে অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে বলা হচ্ছে সরকারিভাবেই।
এটি ছোঁয়াচে রোগ বলে এর বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
যে ভাইরাস বিশ্বের প্রায় সাড়ে ৫ লাখ মানুষকে আক্রান্ত করেছে, এবং ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে, তার সংক্রমণের ক্ষেত্রে কয়েকটি দেশে ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমের ভূমিকা ছিল।
বাংলাদেশেও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পর পর দুই দিন দুইজনের মৃত্যুর পর মিরপুরের টোলারবাগের দুটি মসজিদে জামাত বন্ধ রেখেছে এলাকাবাসী।
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসমাগম কমিয়ে আনতে সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশ অনির্দিষ্ট সময়ের জন্য মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে এখনও মসজিদ বন্ধের সিদ্ধান্ত না হলেও ঘরে বসেই নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে মুসলমানদের; অন্য ধর্মের মানুষদেরও ঘরেই প্রার্থনা করতে আহ্বান জানানো হচ্ছে।
আরও পড়ুন
জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার আহ্বান
করোনাভাইরাস: মসজিদের মাইক থেকে ঘরে নামাজ পড়ার পরামর্শ
মক্কা-মদিনা বাদে সৌদির সব মসজিদে নামাজ বন্ধ
করোনাভাইরাস: মক্কা-মদিনায় মসজিদ চত্বরেও নামাজ বন্ধ
টোলারবাগের দুই মসজিদ বন্ধ, এলাকাজুড়ে সতর্কতা
করোনাভাইরাস: মসজিদ বন্ধ নিয়ে কী ভাবছেন বাংলাদেশের ধর্মীয় নেতারা