বৃহস্পতিবার গভীর রাতে ধানমণ্ডি, হাজারীবাগ ও রাসেল স্কয়ার এলাকায় এমন ১১০টি পরিবারকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় কিছু দ্রব্যাদি দেওয়া হয় বলে রমনা বিভাগের পুলিশের এডিসি আব্দুল্লাহিল কাফি জানিয়েছেন।
মোট ১১০টি প্যাকেটের প্রতিটিতে তিন কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা লিটার তেল ও একটি সাবান ছিল।
কাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব কিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের রোজগার নেই বললেই চলে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
“আমার নিজের, একজন সহকারী পুলিশ কমিশনারের ও কয়েকজন এসআইয়ের বেতনের টাকা দিয়ে এসব পণ্য কেনা হয়েছে।”
এসব নিম্ন আয়ের মানুষদের সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
নভেল করোনাভাইসে বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ পুরো আক্রান্ত হয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি মানুষের। আর বাংলাদেশ আক্রান্ত হয়েছেন ৪৮ জন ও মারা গেছেন ৫ জন।
ভাইরাসটির ছড়ানো সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।
এতে নিম্ন আয়ের এবং যারা দিন মুজুরি করে দিনযাপন করেন সেসব মানুষ অনাহারের ঝুঁকিতে পড়েছেন।