ক্যাটাগরি

বইছে মৃদু তাপপ্রবাহ

মাঝ চৈত্রে
শুরু হওয়া এই তাপপ্রবাহে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ফরিদপুরে ৩৭
দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী
কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার আভাসই দিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তরের
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, সিলেট, পাবনা, খুলনা, বাগেরহাট,
চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে
যাচ্ছে।

“আগামী কয়েকদিন
তাপমাত্রা বাড়বে এবং তাপ্রবাহের বিস্তারও ঘটবে, এপ্রিলের শুরুতেও গরম আবহাওয়া
থাকবে,” বলেন তিনি।

মার্চ মাসের
দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছিল, চলতি মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও
উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি
ধরনের (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে
দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ
মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

বাংলাদেশে
সাধারণত মার্চ-এপ্রিলে কালবৈশাখী, বজ্রপাত আর বজ্রঝড়ের প্রবণতা দেখা যায় বেশি।

তিন মাসের
(মার্চ-মে) দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এপ্রিলের উত্তর-উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের দাপট
থাকবে দুয়েকটি। কালবৈশাখী হবে তিন থেকে পাঁচ দিন। রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের শঙ্কাও।