বৃহস্পতিবার পালাক্কডের একটি হাসপাতালে রমনকুট্টি নামের ওই বন্দির মৃত্যু হয়, জানিয়েছে আনন্দবাজার।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চুরির মামলায় গ্রেপ্তার রমনের বিচার চলছিল; ১৮ ফেব্রুয়ারি তাকে পালাক্কড জেলে আনা হয়।
করোনাভাইরাস মোকাবেলায় কেরালার সরকার প্রয়োজনীয় স্যানিটাইজার বানাতে নির্দেশ দিলে জেল কর্তৃপক্ষ বন্দিদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়।
স্যানিটাইজার বানাতে তারা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করছিল বলে জানায় আনন্দবাজার।
রমনকুট্টি মদ ভেবে ওই অ্যালকোহল দিয়ে বানানো হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার অসুস্থ রমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতে বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৪ এ পৌঁছেছে বলে আনন্দবাজার জানিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬তে।