ক্যাটাগরি

লালমনিরহাটে ‘নিখোঁজের’ পর দুই পুকুর থেকে ২ লাশ উদ্ধার

শুক্রবার সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের টেপারহাট ও মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন স্প্যার বাঁধ এলাকার পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।

তারা হলেন টেপারহাট এলাকার প্রফুল্ল চন্দ্র রায়ের স্ত্রী জয়মালা রানী (৪০) ও মহিষখোচা ইউনিয়নের উত্তর কচুমুড়া এলাকার ইউনুস আলীর সাত বছর বয়সী ছেলে জিম মিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে গিয়ে আর ফেরেননি গৃহবধূ জয়মালা রানী। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি পরিবার। সকালে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

অপরদিকে শিশু জিম গোবর্ধন স্প্যার বাঁধ এলাকায় খালাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করেও সন্ধান মেলেনি। সকালে  খালু সাইদুল ইসলামের বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

ওসি সাইফুল বলেন, গৃহবধূর স্বামী থানায় জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।