ক্যাটাগরি

অসচ্ছলদের মাঝে অপু বিশ্বাসের খাবার বিতরণ

রাজধানীর বসুন্ধরা এলাকায় শুক্রবার বিকালে রিকশাচালকসহ প্রায় ১০০ জন খেটে খাওয়া মানুষের মাঝে এসব বিলি  করেন বলে জানান তিনি।

তিনি বলেন, “আমি বসুন্ধরা এলাকায় থাকি। নিজের এলাকা থেকেই কাজটি শুরু করলাম। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই দায়িত্ব পালন করা দরকার। করোনার মধ্যে আমরা পরিবার নিয়ে ভালো থাকলেও পরিশ্রমী মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে। তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

বসুন্ধরা এলাকার পাঁচটি স্থানে এসব সামগ্রী বিতরণ করেন তিনি; পরে এক ফেইসবুক বার্তায় করোনা নিয়ে সচেতন থাকার আহ্বান তিনি।

সবাই একযোগে করোনা মোকাবিলা করলে অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন অপু বিশ্বাস।