এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন থেকে দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ১৫ এপ্রিল, কুয়ালালামপুর ১৪ এপ্রিল, সিংগাপুর ৭ এপ্রিল, মাস্কাট ২৯ এপ্রিল, ব্যাংকক ১৮ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকছে।
আগে কলকাতা ও চেন্নাই রুটে ১ এপ্রিল এবং অন্যান্য আন্তর্জাতিক রুটে ৩১ মার্চ পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনা স্থগিত ছিল।
অভ্যন্তরীণ রুটে ৪ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে জানিয়ে কামরুল বলেন, তবে ২৯ মার্চ থেকে শুধু প্রতি রোববার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।