বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শুক্রবার সংস্থাটির কর্মকর্তারা বৈঠকে বসেন। এরপর বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন স্থগিতের কথা জানায় বাফুফে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯ মহামারী ঘোষণা করায় এবং করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার উদ্ভূত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশ লকডাউন ঘোষণা করায় জন সমাবেশ নিষিদ্ধ। এ কারণে বাফুফের নির্বাহী কমিটি ২০ এপ্রিলের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
২০ এপ্রিলের নির্বাচন উপলক্ষে আগামী ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার কথা ছিল বাফুফে নির্বাচনের জন্য গঠিন নির্বাচন কমিশনের।