ক্যাটাগরি

খালেদার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইইউ

শুক্রবার
এক বিবৃতিতে ২৫ মাস পর খালেদার মুক্তিকে স্বাগত জানান ইইউর বৈদেশিক ও নিরাপত্তা নীতি
বিষয়ক মুখপাত্র ভার্জিনি বাট্টু-হেনরিকসন।

বিবৃতিতে
তিনি বলেন, ইইউ, মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এমন গিলমোর সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি
দিতে বারবার দাবি জানিয়ে আসছিলেন।

”গত
দুই বছর জেলে থাকার কারণে খালেদার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। এখন তিনি
প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন বলে আমরা আশা করি।”

২৫ মাস পর মুক্তি, বাড়ি ফিরলেন খালেদা
 

দুর্নীতি
মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে তাকে
শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছে সরকার।

এর
আগে বেশ কয়েকবার আদালতে খালেদার জামিন আবেদন অগ্রাহ্য হয়েছিল; এবার ‘মানবিক বিবেচনায়’
তাকে নির্বাহী আদেশে ‍মুক্তি দেওয়ার কথা বলছে সরকার। দুর্নীতির দুই মামলায় সাজা নিয়ে
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে ছিলেন তিনি।

বুধবার
তার মুক্তির তিনদিনের মাথায় বিবৃতিতে ইইউ মুখপাত্র হেনরিকসন বলেন, ”বাংলাদেশে গণতন্ত্র,
আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে জোর সহায়তার বিষয়টি পুনর্ব্যাক্ত
করছে ইউরোপীয় ইউনিয়ন।”

একইসঙ্গে
করোনাভাইরাস চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও বিবৃতিতে দেন তিনি।