শুক্রবার থেকে জেলা প্রশাসনের
উদ্যোগে বিভিন্ন উপজেলায় এসব খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানানো হয়। এছাড়া
চট্টগ্রাম মহানগরীতে সিটি করপোরেশনের সহায়তায় এসব খাদ্য বিতরণ করা হবে নিম্ন
আয়ের মানুষের কাছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বাড়ি বাড়ি
গিয়ে খাবার পৌঁছে দেয়া’ কর্মসূচির আওতায় চট্টগ্রামে ১৭ হাজার পরিবারকে এ সহায়তা দেওয়া
হবে। মহানগরী ও জেলার ১৫টি উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র দিনমজুর
রিকশাওয়ালা ও নিম্ন আয়ের মানুষদের এ সহায়তা দেয়া হচ্ছে।
“যেখানেই নিম্ন
আয়ের লোক পাওয়া যাবে সেখানেই এ সহায়তা দেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য শস্য
মজুদ আছে। সুতরাং সহায়তার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।”

চট্টগ্রাম নগরীতে পুলিশ ঘরে পৌঁছে দিচ্ছে বাজার
জেলা প্রশাসন থেকে জানা
গেছে, শুকনো খাবারের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নগদ টাকাও দেওয়া হচ্ছে।
এ কর্মসূচির আওতায় চাল ছাড়া অন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে প্যাকেট করে নিম্ন
আয়ের মানুষদের সহায়তা দেয়া হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক কামাল
বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মহানগরীতে দুই হাজার, মিরসরাইয়ে এক হাজার ৩০০, সীতাকুণ্ডে
এক হাজার ২০০, ফটিকছড়িতে এক হাজার ৭০০, রাউজানে ৮০০, রাঙ্গুনিয়ায় এক হাজার, হাটহাজারীতে
৮০০ পরিবারকে ১০ কেজি চালের পাশাপাশি ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য
পৌঁছে দেয়া হবে।
এছাড়া বোয়ালখালী উপজেলায়
৫৫০, পটিয়ায় ৯০০, আনোয়ারায় ৮০০, চন্দনাইশে ৭০০, লোহাগাড়ায় এক হাজার, সাতকানিয়ায় এক
হাজার, বাঁশখালীতে এক হাজার ৪০০, সন্দ্বীপে এক হাজার ৫০০, কর্ণফুলীতে ৩৫০টি পরিবারও
এ সহায়তা পাচ্ছেন।