ক্যাটাগরি

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীরও করোনাভাইরাস

শুক্রবার জনসন এক ভিডিও বার্তায় নিজের অসুস্থতার খবর দেওয়ার ঘণ্টা দুয়েক পর হ্যানককও টুইটারে পোস্ট করা ভিডিওতে করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার কথা জানান।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে হ্যানকক বলেন, চিকিৎসকের পরামর্শে তিনি করোনাভাইরাস পরীক্ষা করান।

“পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। সৌভাগ্যবশত আমার উপসর্গগুলো মৃদু এবং বাসা থেকে কাজ করছি এবং সেলফ আইসোলেশনে আছি।”

ওদিকে, ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উইটিও শুক্রবার বলেছেন, কোভিড-১৯ এর লক্ষণ অনুভূত  হওয়ায় তিনি স্বেচ্ছায় আগামী ৭ দিন আলাদা থাকবেন।

উইটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। জনসন এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন ও স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক আক্রান্ত হওয়ার একদিন আগেই এ ভাইরাসের কবলে পড়েন ব্রিটিশ রাজপরিবারের যুবরাজ চার্লস।

এরও আগে গত ১১ মার্চ যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির এমপি নাদিন ডোরিয়েস করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে, যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে একদিনে ১৮১ জনের মৃত্যু হয়েছে, দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে।

গত ডিসেম্বরের শেষে চীনের উহানে প্রথম দেখা দেওয়া নভেল করোনাভাইরাস এরইমধ্যে দুইশ’র মতো দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

তবে ব্রিটেনের আগে শুধু ইরানেই সরকারের মন্ত্রী ও এমপিদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনির দুই উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।