ক্যাটাগরি

মোবাইলের জন্য প্রথম অ্যাপ আনলো গিটহাব

মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলাচলের সময়ই গিটহাব ওপেন সোর্স রিপোজিটরি ব্যবহার করতে পারবেন ডেভেলপার, প্রকল্প মালিক এবং ব্যবহারকারীরা– খবর আইএএনএস-এর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, “আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েডে পুরোপুরি নেটিভ গিটহাব অভিজ্ঞতা দিতে গিটহাব মোবাইল চালু করছি। এখন, আপনি দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, সমস্যা দেখতে পারবেন এবং কোড একত্রিকরণও করতে পারবেন, যেকোনো স্থানে আপনার মোবাইল ডিভাইস থেকে।”

গত বছর নভেম্বরে আইওএস এবং জানুয়ারিতে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটির বেটা সংস্করণ উন্মোচন করা হয়।

গিটহাব মোবাইলের মাধ্যমে গ্রাহক কাজগুলো সোয়াইপ করে গুছিয়ে নিতে পারবেন, প্রতিক্রিয়া জানাতে পারবেন, পর্যালোচনার পাশাপাশি সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। আলাদা গ্রাহক, দল এবং এন্টারপ্রাইজ ক্লাউড সবার জন্যই উন্মুক্ত করা হয়েছে অ্যাপটি।

নতুন অ্যান্ড্রয়েড ফিচার ডার্ক মোডও সমর্থন করবে অ্যাপটি। একের অধিক পর্দার মাপেও কাজ করবে এটি।