ক্যাটাগরি

সাতক্ষীরায় আ.লীগ নেতা নজরুল হত্যার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগান থেকে অহেদ আলী গাজীর লাশ তারা উদ্ধার করেন।

অহেদ ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের নবাত আলী গাজীর ছেলে।

পুলিশ বলছে, অহেদের বিরুদ্ধে ২০১৩ সালে সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা  ও ২০১৯ সালে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

ওসি বলেন, “ঘটনাস্থলে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবরে পুলিশ গিয়ে অহেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ”

এ সময় সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গত ২২ জুলাই মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর সদর উপজেলার কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে এ মামলার অরেক আসামি কবিরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।