ক্যাটাগরি

সিরাজগঞ্জে ‘স্বামীর’ এসিডে ঝলসে গেল গৃহবধূ

শুক্রবার ভোরে উপজেলার
সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ
করেছে। 

আহত গৃহবধূকে (২১) সিরাজগঞ্জ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান
আবু হেনা মোস্তফা কামাল জানান, দুই বছর আগে এই দম্পতির বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর
মধ্যে ঝগড়া হয়।

“এর জের ধরে শুক্রবার ভোরে
ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে স্বামী।”

এ সময় ওই নারীর আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে
হাসপাতালে পাঠায়।

রায়গঞ্জ থানার ওসি শহিদুল
ইসলাম বলেন, ওই নারীর স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি
চলছে। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা
মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরেফিন সবুজ জানান, ওই নারীর মুখমন্ডলের অধিকাংশ ঝলছে গেছে।
হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।