‘থর’ খ্যাত হলিউড অভিনেতা ক্রিস হেম্সওর্থ নিজে যেমন স্বাস্থ্যের প্রতি যত্নবান তেমনি ভক্তদের জন্য রয়েছে তার বিভিন্ন আয়োজন।
তাই বর্তমান পরিস্থিতে ঘরে থেকে সুস্থ দেহ-মনের অধিকারী হতে ভক্তদের জন্য তার স্বাস্থ্যবিষয়ক অ্যাপ ‘সেন্টার’ ছয় সপ্তাহের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিয়েছেন।
ইন্সটাগ্রামে দেওয়া হেম্সওর্থের ভিডিও বার্তা থেকে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘মেন’স হেল্থ’ জানায়, এই অ্যাপে সাইনআপ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত। শুধু মাত্র নতুন ব্যবহাকারীরা এই সুযোগ পাচ্ছেন।
ভিডিও বার্তায় হেম্সওর্থ বলেন, “সবার জন্য সুস্থ ও সুখী জীবন গড়ে তুলতে ‘সেন্টার’ পত্তন করা হয়েছে। আমি আশা করি এই আয়োজন বর্তমান বিশ্ব স্বাস্থ্যের সন্ধিক্ষণে সবার জন্য উপকার বয়ে আনবে।”
ভিডিও বার্তা ছাড়াও ইন্সটাগ্রামের পোস্টে তিনি লেখেন, “আমার বিশ্বাস সুস্থ ও সুখী জীবনের জন্য চাই তিনটি স্তম্ভ- কর্মচাঞ্চল্য, পুষ্টি এবং সুস্থ মানসিকতা।”
‘সেন্টার’ অ্যাপের মাধ্যমে ক্রিস হেম্সওর্থ ছাড়াও তার নিজস্ব প্রশিক্ষকদের দেওয়া শরীরচর্চা, মানসিক স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে।