ক্যাটাগরি

স্পেনে করোনাভাইরাসে মৃত্যু বাড়লেও কমছে আক্রান্তের হার

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে ফের রেকর্ড ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে।

অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৯ জনে। তবে গত দুইদিনের তুলনায় এই বৃদ্ধির হার কম, ১৪ শতাংশ। যেখানে এর আগের দিন এই হার ছিল ১৮ শতাংশ এবং তারও আগে বুধবার ছিল ২০ শতাংশ।

স্পেনে নার্সিং হোমে যারা আছেন তারাই মূলত বেশি আক্রান্ত হচ্ছেন। ইউরোপে ইতালির পরই স্পেনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি মানুষের।

স্পেন সরকার জরুরি অবস্থার মেয়াদ ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। মানুষের চলাফেরায় কড়াকড়ি করা হচ্ছে এবং বেশির ভাগ দোকান-পাট, ব্যবসা-বাণিজ্যই বন্ধ রয়েছে।

মাদ্রিদ্র এবং বাস্ক কাউন্টিতে প্রথমদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল এবং এ জায়গাতেই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এর কিছুদিনের মধ্যেই মাদ্রিদের স্কুলগুলো বন্ধ করা হয়।

তবে দেশজুড়ে লকডাউনের পদক্ষেপ তখনও নেওয়া হয়নি। আর এতেই ভাইরাসটি ছড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

দেশজুড়ে লকডাউনের পদক্ষেপ নেওয়ার আগেই স্পেনের ১৭ টি অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে গিয়েছিল। ১৪ মার্চে স্পেনজুড়ে লকডাউনের ঘোষণা দেওয়া হয়।