ক্যাটাগরি

নেইমার টেকনিক্যালি মেসির চেয়ে ভালো: কাফু

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর স্বপ্নে সেখানে পাড়ি জমিয়েছিলেন নেইমার। তবে সে আশা এখনও পূরণ হয়নি, যদিও চোটের কারণে ক্লাবটির হয়ে বিভিন্ন সময়ে খেলতে পারেননি নকআউট পর্বের ম্যাচ।

একই কারণে গত বছর দেশের কোপা আমেরিকা জয়ের মিশনেও ছিলেন দর্শক হয়ে। আকাশচূড়া স্বপ্ন নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গিয়ে শেষটা তার হয় চরম হতাশায়।

তবে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়ী কাফুর বিশ্বাস, বর্তমানে নেইমারের মতো এমন মেধাবী ফুটবলার দ্বিতীয়জন নেই। সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসির বড় ভক্ত তিনি। তবু ফক্স স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকেই এগিয়ে রাখলেন ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া সাবেক এই রাইট-ব্যাক।

“টেকনিক্যালি, নেইমার বিশ্বের সেরা ফুটবলার।”

“বর্তমানে, টেকনিক্যালি নেইমারকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। এমনকি মেসিও না, যদিও আমি তার ভক্ত। তবে সে টেকনিক্যাল দিক দিয়ে তার (নেইমার) চেয়ে ভালো নয়।”

ক্লাবের মতো জাতীয় দলেও নেইমার সবচেয়ে বড় তারকা। তবে সেখানে তাকে দেখভাল করার মতো বা তাকে ভালো-খারাপ, উচিত-অনুচিত বোঝানোর মতো কেউ নেই বলে মনে করেন কাফু।

“বর্তমানে ব্রাজিল দলে আমি কোনো নেতা দেখছি না। এমন কাউকে দেখছি না যে নেইমারকে বলবে, ‘এটা করো না’ অথবা ‘এটা করো’। কেউ নেই।”

“তারা এই দায়িত্ব তাকেই দিয়েছে, কিন্তু এটা তার বৈশিষ্ট্য না। এটা এমন নয় যা সে চায় না, তবে এটা তার বৈশিষ্ট্য না।”

“কখনও কোনো পরিস্থিতি সামাল দিতে তাকে কি দেখেছেন চিয়াগো সিলভা বা তিতেকে ধরতে এবং সেটার সমাধান করতে? না, কারণ এটা তার বৈশিষ্ট্য না।”

“আমি আবারও বলছি, বিশ্বকাপ জয়ের জন্য সে আমাদের সবচেয়ে বড় আশা…সে একটা নাম, সে অন্যদের জন্য জায়গা তৈরি করে দেয়, সে অসাধারণ সব গোল করে। তবে, আসলেই এমন একজন নেই যে তাকে আগলে রাখবে।”