ক্যাটাগরি

করোনাভাইরাস: যুক্তরাজ্যে মৃতের সংখ্যা এক হাজার ছাড়ালো

শুক্রবার মৃতের সংখ্যা ৭৫৯ থাকলেও শনিবার দেশটির সরকারি পরিসংখ্যানে একদিনে আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে, জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একদিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনা এটি। শুক্রবারের সংখ্যা থেকে এ বৃদ্ধির হার ৩৪ শতাংশ বেশি।

এদের মধ্যে ইংল্যান্ডে মারা গেছে ২৪৬ জন। এদের সবার বয়স ৩৩ থেকে ১০০ বছরের মধ্যে। ৬৩ বছর ও তারও উর্ধে ১৩ জন ছাড়া বাকি সবার কোনো না কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল।

স্কটল্যান্ডে এ পর্যন্ত মোট ৪০ জন মারা গেছে, ওয়েলসে ৩৮ জন আর নর্দান আয়ারল্যান্ডে মারা গেছে মোট ১৫ জন।     

এ দিন যুক্তরাজ্যে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ১৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

পরীক্ষায় সর্বশেষ শনাক্ত হওয়াদের মধ্যে স্বেচ্ছা আইসোলেশনে থাকা যুক্তরাজ্যের স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী আলিস্টার জ্যাক রয়েছেন।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তারা স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা প্রফেসর ক্রিস হুয়িটিও স্বেচ্ছা আইসোলেশনে থাকলেও তার দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়নি।