করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের
প্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষের রোজগার কমে যাওয়ায় শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে
এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল
হোসেন জেলা প্রশাসক ইলিয়োস হোসেনের পক্ষ থেকে এসব শুকনো খাবার বিতরণ করেন নগরীর আগ্রাবাদ
বাদামতলী মোড়, অলংকার মোড়, জিইসি মোড়, ওয়াসা মোড় এলাকায় নিম্ন আয়ের মানুষ বিশেষ করে
দিনমজুর-রিকশাওয়ালাদের মাঝে এসব খাবার বিতরণ করেন।
এসময় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সাড়ে ১৬ কেজির প্রতি
প্যাকেটে ১০ কেজি চাল, দুই কেজি চিড়া, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক
লিটার সয়াবিন তেল এবং নুডলস রয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে মহানগরীর বাইরে ১৫ টি উপজেলায়
বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র মানুষদের নিকট স্ব স্ব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসব
খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে।