ক্যাটাগরি

যাত্রাবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

যাত্রাবাড়ীর হাজিরবাগ এলাকার একটি টিনশেড ঘরে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুরিয়া বেগম (৪৫) ওই বাড়িতেই ছেলে সজীবকে (২০) নিয়ে থাকতেন। মা বাসা-বাড়িতে কাজ করত আর ছেলে সবজি বিক্রি করতো।

সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়েছে বলে যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সজিব তার মাকে আহত অবস্থায় বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। তারাও তাদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়।চিকিৎসক সুরিয়াকে মৃত ঘোষণা করে।

“পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা জানতে পেরে সজীবকে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। আমরা জেনেছি সজীব তার মার কাছে টাকা না পেয়ে পেটে ছুরিকাঘাত করে। তবে সজীব আমাকে বলেছে, ঠাট্টাচ্ছলে এই ঘটনা ঘটে।

“বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”