শুক্রবার তারা এই ঘোষণা
দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
স্পেনের স্বাস্থ্য
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শেনজেন বায়োইজির সরবরাহ করা ওই সব কিট ত্রুটিপূর্ণ এবং
সেগুলো দিয়ে হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় সঠিক ফল আসেনি।
এরপরে চীনা কোম্পানিটি
এক বিবৃতিতে বলেছে, ঠিকমতো নমুনা সংগ্রহে ব্যর্থতা বা কিটগুলো ঠিকভাবে ব্যবহার করতে
না পারায় সঠিক ফল না আসতে পারে।
কিটগুলো কীভাবে ব্যবহার
করতে হবে সে বিষয়ে ক্রেতাদের সঠিকভাবে অবগত করতে না পারার কথাও বলেছে তারা।
পরে স্পেনের মন্ত্রণালয়
বলেছে, তারা ওই সব কিট প্রত্যাহার করে ফেরত পাঠাবে এবং শেনজেন বায়োইজির সরবরাহ করা
অন্য কিট সে সব জায়গায় পাঠাবে।
স্পেনে বৃহস্পতিবার
নাগাদ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৯ জন। দেশটিতে এই ভাইরাসে
মৃত্যু হয়েছে চার হাজার ৮৫৮ জনের, যা চীনকে ছাড়িয়ে গেছে।
চীন থেকে নভেল করোনাভাইরাসের
সংক্রমণ শুরু হলেও এখন নিজ দেশে পরিস্থিতির
উন্নতির পর তারা এখন অন্যান্য দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে।