ক্যাটাগরি

স্বাস্থ্যকর্মী-সাংবাদিকদের সুরক্ষায় বিনামূল্যে পিপিই দেবে স্নোটেক্স

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, সংকটের এই সময়ে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স গ্রুপ ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরী করছে।

এর মধ্যে প্রাথমিকভাবে ১৭ হাজার পিপিই বিজিএমইএ, এমএন্ডএস এবং বুয়েটের সহায়তায় বিনামূল্যে সরবরাহ করা হবে স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের মাঝে।

আগামী ২রা এপ্রিলের মধ্যেই এই ৫০ হাজার পিপিই তৈরী করা হবে। প্রাথমিকভাবে শনিবার তেরি করা ৫০০ পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করা হবে তাদের মতামত সংগ্রহের জন্য।

পরবর্তীতে তাদের মতাতের পরিপ্রেক্ষিতে পিপিই এর প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে।

‘সুখি হও এবং সুখি করো’ প্রত্যয়ে এগিয়ে চলা স্নোটেক্স ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে।  ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে স্নোটেক্স অ্যাপারেলস। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটারওয়্যার’ এবং ২০১৯ সালে ‘স্নোটেক্স স্পোর্টসওয়্যার লিমিটেড প্রতিষ্ঠা করা হয়।