রোববার
দুপুরে একটি বিশেষ কার্গো ফ্লাইটে মাস্কগুলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
এসে পৌঁছায়।
এরপর
সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের হাতে সরঞ্জামগুলো
তুলে দেন ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালং।
এ
সময় অধ্যাপক আজাদ বলেন, টেস্টিং কিটের পর এবার ৩ লাখ মাস্ক দিয়েছে জ্যাক মা ফাউন্ডেশন।
এর মধ্যে ৩০ হাজার এন৯৫ মাস্ক রয়েছে।
”এন৯৫
মাস্কগুলো আমাদের চিকিৎসক-নার্সদের পাশাপাশি যারা করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করেন
এবং ল্যাবে পরীক্ষা করেন তাদের কাজে লাগবে।”
এর
আগে ২৭ মার্চ ৩০ হাজার টেস্টিং কিটের আরেকটি চালান বাংলাদেশের কাছে হস্তান্তর করেছিল
জ্যাক মা ফাউন্ডেশন।