নদীপথে কার্গো সার্ভিস ভাড়া নেওয়ার অ্যাপ জাহাজী, অনলাইন ট্রাভেল এজেন্সি গো জায়ান এবং ডেটা ও ইনফরমেটিক্স প্রতিষ্ঠান অ্যানালাইজেন এর কিছু উদ্যোক্তা একসাথে এ ওয়েব সাইটটি চালু করেছে বলে জানিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা আব্দুল্লাহ আল মুঈদ।
রোববার থেকে সাইটটি (www.probashihelpline.com) প্রবাসী বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়।
তিনি জানান, প্রবাসীরা সাইটে গেলেই তিনি যেদেশে আছেন সে দেশের নাম লেখার পরই সেখানে দূতাবাসের হেল্পলাইন নম্বর পেয়ে যাবেন। অনেক সময়ই হাতের কাছে এটি পাওয়া কঠিন হয়।
জরুরি অবস্থায় প্রবাসীরা যাতে দেশে কল করে সাহায্য পেতে পারেন সেজন্যও এই সাইটে কিছু হটলাইন নম্বর দেওয়া আছে।
এছাড়া করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেইট, সংক্রমণ এড়াতে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ডাব্লিউএইচও, সরকারের করোনাসংক্রান্ত নিয়ন্ত্রণ সেলের ওয়েবসাইট ও তথ্য সাইটটিতে গেলে পাওয়া যাবে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |