রোববার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, “কুষ্টিয়া শহরের কালিশংকরপুরের সাত মাস বয়সী শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত নয়।
“শিশুটির শরীর থেকে সংগৃহীত নমুনা আইইডিসিআর ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হয়েছেন তারা শিশুটি কোভিড-১৯-এ আক্রান্ত নয়।”
রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়ে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, “শিশুটি সুস্থ ও ভালো আছে।”
একই সাথে শহরের কালিশংকরপুরে বাড়িতে ২৫ মার্চ থেকে লক-ডাউন করে রাখা শিশুটির পরিবারকেও রোববার অবমুক্ত করে দেওয়া হয়েছে বলে জানালেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা এইচ এম আনোয়ারুল ইসলাম।
ঘটনার বিবরণ দিয়ে আরএমও ডা. তাপস জানান, গত ২৩ মার্চ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত সাত মাস বয়সী শিশুটিকে। নিউমোনিয়া ভেবে চিকিৎসকরা চিকিৎসা চালান।
তবে এক সময় ওয়ার্ডের নার্সরা শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জানতে পারার পর হাসপাতালে হৈচৈ শুরু হয়। এ অবস্থায় ২৫ মার্চ দুপুরে শিশুটিকে আইসোলেশনে স্থানান্তর করে কর্তৃপক্ষ।
অন্যদিকে, সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, শিশুটির বাবা যথাযথ শর্তসাপেক্ষে নির্ধারিত সময় হোম কোয়রেন্টিন শেষ করেও সুস্থ্ রয়েছেন।