ক্যাটাগরি

জার্মানিতে ১০ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সব
মিলিয়ে এখন দেশটিতে কোভিড-১৯ রোগীদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি বলে জানিয়েছে ডয়চে
ভেলে বাংলা।

বার্লিনে
বাংলাদেশ দূতাবাসের তথ্য উদ্ধৃত করে রোববার জার্মান সম্প্রচার মাধ্যম এই খবর জানায়।

বাংলাদেশের
রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ রোববার ডয়চে ভেলেকে জানান, জার্মানিতে আরও অন্তত পাঁচজন বাংলাদেশি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷

তিনি
বলেন, “জার্মানির নর্থরাইন ভেস্টফোলিয়া রাজ্যের এক বাংলাদেশি বাসিন্দা বার্লিনে করোনায়
আক্রান্ত হয়েছেন৷ এছাড়া রাজ্যটির ক্রেফেল্ড শহরে এক পরিবারের দুই শিশুসহ চার সদস্য
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

এর
আগে আক্রান্ত হয়ে যে এক পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার মধ্যে একজন
পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে রাষ্ট্রদূত জানান৷ ওই পরিবারের অন্য সদস্যদের
অবস্থা উন্নতির দিকে৷

মিউনিখে
আক্রান্ত একজনের অবস্থা উন্নতির দিকে৷ অন্যজন ‘হোম কোয়ারান্টিনে’ রয়েছেন বলে ডয়চে
ভেলে বাংলা জানিয়েছে।

জার্মানিতে
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ৫৮ হাজারের বেশি। এই ভাইরাসে অন্তত ৪৫৫ জন
মারা গেছেন৷

জার্মানিতে
২৫ থেকে ৩০ হাজারের মতো বাংলাদেশি বসবাস করেন বলে ধারণা করা হয়৷ তাদের মধ্যে শিক্ষার্থীর
সংখ্যা পাঁচ হাজারের মতো৷