ক্যাটাগরি

চট্টগ্রামে ডাস্টবিনে নবজাতক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির মধ্যে সোমবার
বেলা সোয়া ১১টার দিকে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি স্কুল সংলগ্ন
ডাস্টবিন থেকে ছেলে নবজাতকটি উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, থানা পুলিশের একটি দল আইস ফ্যাক্টরি রোডে টহল দল স্থানীয় লোকজনের কাছে
জানতে পারে এক নবজাতককে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

পরে পুলিশ সদস্যরা ওই নবজাতককে উদ্ধার করে প্রথমে সদরঘাটের
মেমন মাতৃসদন হাসপাতালে এবং পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, নবজাতকটি সুস্থ আছে।

নবজাতকটিকে কে বা কারা ডাস্টবিনে ফেলে রেখে গেছে তা তদন্ত
করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।