সোমবার সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কার্যক্রমকে গতিশীল করতে এই অনুদান দেওয়া হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের প্রত্যাশা, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সকলেই সচেতনতার পরিচয় দিয়ে যথাসম্ভব গৃহে অবস্থান করব ও সামাজিক দুরুত্ব মেনে চলব।”