ক্যাটাগরি

করোনাভাইরাস: বেতনের ৭০ শতাংশ কম নেবেন মেসিরা

বার্সেলোনা অধিনায়ক মেসি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্কটকালীন সময়ে ক্লাবের অন্য কর্মচারীরা যেন শতভাগ বেতন পান, এর জন্য সব ধরনের সহযোগিতা তারা করবেন বলেও জানান আর্জেন্টাইন তারকা।

কদিন আগে সংবাদমাধ্যমে খবর এসেছিল, বার্সেলোনার খেলোয়াড়রা ৭০ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্তে আপত্তি তুলেছেন। ক্লাব কর্তারা বেতন কাটছাঁটের ব্যাপারে খেলোয়াড়দের চাপ দেবেন বলেও শোনা গিয়েছিল।

বিষয়টি বেশ অবাক করেছে মেসিকে। তারা খুশি হয়েই বেতন কম নেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন, ইনস্টাগ্রামে লম্বা বিবৃতিতে জানিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

“আমরা পরিষ্কার করতে চাই যে, বেতন কম নেওয়ার পক্ষে আমরা বরাবরই ছিলাম। কারণ, আমরা জানি এটা বিশেষ এক পরিস্থিতি। আমরা সব সময়ই ক্লাবকে সাহায্য করার ক্ষেত্রে সবার আগে ছিলাম, যখনই আমাদের কাছে চাওয়া হয়েছে।”

“অনেক সময়ই আমরা অনেক কিছু স্বেচ্ছায় করছি, যে মুহূর্তে আমাদের মনে হয়েছে এটা করা প্রয়োজন কিংবা জরুরি।”

“এটা আমাদের অবাক করেছে যে, ক্লাবের মধ্য থেকে কিছু মানুষ আমাদেরকে আতশ কাচের নিচে রাখতে চায় কিংবা চেষ্টা করে চাপ দিতে, যেটা আমরা করার জন্য সব সময় প্রস্তুত ছিলাম। আসলে গত কদিনে চুক্তিটা সারতে দেরি হয়েছে কারণ, ক্লাব ও এর কর্মীদের সাহায্য করার আমরা একটা পথ খুঁজছিলাম।”