ক্যাটাগরি

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ

সোমবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খেটে খাওয়ার
মানুষদের মধ্যে খাবার সামগ্রি বিতরণ করেন।

এতে চাল, ডাল, লবণ, তেল, আলু, সাবান ও
মাস্ক ইত্যাদি ছিল।

এই
সময়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের
ভুঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী,  এসএম জিলানি, সাদরেজ জামান,
সাহাবুদ্দিন ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক
দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল সারাদেশে
গরিব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।