সোমবার বিকালে উপজেলার হাজীরহাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
লাশ দুটি শারমিন আক্তার (২৭) ও তার আট মাস বয়েসী মেয়ে তাসলিমার।
শারমিন টেম্পুচালক মো. সেলিমের তৃতীয় স্ত্রী। বছর দুয়েক আগে নোয়াখালীর কবিরহাটের মেয়ে শারমিনকে বিয়ে করেন সেলিম। হাজিরহাটে শারমিনকে ভাড়া বাসা্য় রাখতেন সেলিম।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
“বাসার ফ্যান ঝোলানোর আংটার সাথে এক শাড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে।”
এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি খতিয়ে দেখছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শারমিনের স্বামী সেলিমকে থানায় আনা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক ফারুকী।