মঙ্গলবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ২৭৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৩০৪০ জন।
সিএনএন হেলথের তথ্যানুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে অন্তত ৫০২ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।
করোনাভাইরাসে দেশটির হাওয়াই ও ওয়াইওমিং অঙ্গরাজ্য থেকে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। বাকি সব অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, এখানে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে হাজার পার হয়েছে।
সিএনএনের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩১৮ জন বাসিন্দা ‘স্টে অ্যাট হোম’ নির্দেশের আওতায় ঘরবন্দি ছিলেন।
এ সংখ্যাটি দেশটির মোট জনসংখ্যা ৭৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের আদশশুমারি ব্যুরোর হিসাব অনুযায়ী দেশটির বর্তমান জনসংখ্যা ৩২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৫২৩ জন।