ক্যাটাগরি

এসইআইপিতে প্রশিক্ষিতদের সহায়তায় এডিবির ১৩ লাখ ডলার

বর্তমান
বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় সহায়তার পরিমাণ ১১ কোটি পাঁচ লাখ টাকা।

বৃহস্পতিবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ জানান, এসইআইপি
প্রকল্পে এখন ২২ হাজার ৬১৯ জন প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের প্রত্যেককে পাঁচ হাজার
টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে।

“কোভিড-১৯  মোকাবিলায় সারাদেশ লকডাউন করার কারণে এই
প্রকল্পের প্রশিক্ষণার্থীদের জীবন যাপন এবং প্রশিক্ষণ চালিয়ে যাওয়া কঠিন হয়ে
পড়েছে। এই মহামারী আরও দীর্ঘ হলে অনেক দরিদ্র পরিবারের প্রশিক্ষণার্থীদের
প্রশিক্ষণ থেকে ঝরে পড়ার আশংকা তৈরি হয়েছে।

“এই
অর্থ ব্যাংকের মাধ্যমে যথাসময়ে প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছে দিতে আমরা সরকারের
কাছে অনুরোধ জানিয়েছি।”

এসইআইপি
প্রকল্পের আওতায় খাতভিত্তিক চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ
কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দশটি শিল্প খাতে দক্ষ শ্রমিক যোগান দিতে সংশ্লিষ্ট
খাতের সংগঠন বা সংস্থার সঙ্গে সমন্বয় করে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

এর
আগে গত ২৭ মার্চ কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলায় স্বাস্থ্য ও আর্থিক খাতের জন্য তিন
লাখ ৫০ হাজার ডলারের অতিরিক্ত সহায়তা অনুদান ঘোষণা করে।

এর
আগে এডিবি সদস্য দেশগুলোর জন্য করোনা মোকাবেলায় ৬৫০ কোটি ডলারের তাৎক্ষণিক প্যাকেজ
ঘোষণা করে।