বৃহস্পতিবার পুলিশ সদর
দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বৈশ্বিক মহামারী আকার
ধারণ করা নভেল করোনাভাইরাসের দেশে বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে
ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে নিম্ন আয়ের
শ্রমজীবী মানুষ সঙ্কটে পড়ায় তাদের খাদ্য সহায়তা দিতে অনেকে এগিয়ে আসছেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা
হয়, “খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে
এবং সোশ্যাল ডিসটেন্সিংয়ের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না, যা বর্তমান
প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
“তাই, যে কোনো প্রকার ত্রাণ
ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা
নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।”