মহামারী নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে চলতি সপ্তাহে দুই পুঁজিবাজারেই লেনদেন বন্ধ ছিল।
ছুটির মেয়াদ বাড়ায় লেনদেন বন্ধ রাখার মেয়াদও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দুই পুঁজিবাজারের কর্মকর্তারা।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ ছুটির কারণে চলতি সপ্তাহে ডিএসইতে লেনদেন বন্ধ ছিল। ছুটির মেয়াদ বাড়ায় আগামী সপ্তাহেও লেনদেন বন্ধ থাকবে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
“এই কঠিন সময়ে সরকারের সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে আমরা লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। যতোদিন ছুটি থাকবে ততো দিন লেনদেন বন্ধ থাকবে “
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব ধরনের অফিস আদালতে ছুটি চলছে। যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৩ মার্চ সরকার ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটির মধ্যে পড়ে বাংলাদেশ।
বুধবার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকছে।