ক্যাটাগরি

আজ থেকে কঠোর হবে সেনাবাহিনী

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও গতকাল অনেকে রাস্তায় বের হয়েছিলেন। সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হয়ে বাসায় থাকার আহ্বান জানানোর পাশাপাশি রিকশা-গাড়ির চাকায় জীবাণুনাশক ছিটিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা —ইত্তেফাক

সেনাবাহিনী আজ বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে।

গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, অন্যদিনের মতো বুধবারও সারা দেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তা করেছেন এবং সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছেন।

ইত্তেফাক/এমআর