বৃহস্পতিবার
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী রফিকুল আলম অনলাইন সংস্করণে এ সিদ্ধান্ত জানিয়ে
বলেন, শনিবার থেকে পত্রিকার মুদ্রণ সংস্করণ বন্ধ রাখা হবে। তবে অনলাইন নিয়মিত চালু
থাকবে।
করোনাভাইরাসের
মহামারীতে সংবাদপত্রগুলো বড় সঙ্কটে পড়েছে। এর আগে গত ২৭ মার্চ দৈনিক মানবজমিন
আপাতত পত্রিকা ছাপানো বন্ধ করে দেয়। বিভিন্ন আঞ্চলিক পত্রিকা ছাপানোও বন্ধ হয়ে গেছে।
আলোকিত বাংলাদেশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়া
পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত পত্রিকার মুদ্রণ সংস্করণ স্থগিত
থাকবে।
“পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে
যাব মুদ্রণ সংস্করণে,” বলেন রফিকুল আলম।
করোনাভাইরাসের ধাক্কা গণমাধ্যমেও