প্রধানমন্ত্রীর প্রেস
সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন।
দেশে
করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছে সরকার। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি
থাকছে।
ভাইরাস সংক্রমণ রোধে ঘর থেকে বের হওয়া বারণ: এর মধ্যেও যারা বের হচ্ছেন তাদের কারণ যাচাইয়ে রয়েছে পুলিশ; বুধবার রাজধানীর চানখারপুল মোড়ে প্রায় সব ধরনের যানবাহন থামিয়ে যাত্রীদের প্রশ্ন করতে দেখা যায় পুলিশ সদস্যদের। ছবি: মাহমুদ জামান অভি
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের ছুটিতে ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, “ছুটি মানে
এই না সবাই একেবারে কাজ ছেড়ে বসে থাকবে। যার যার কাজ করতে হবে। ঘরে বসে করবে।
কিন্তু মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে এটা মানুষ থেকে
মানুষের মধ্যে সংক্রমিত হয়ে যাচ্ছে।”
দেশে বর্তমানে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬
জন, আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি
ফিরে গেছেন আর মারা গেছেন ৬ জন বলে জানিয়েছে সরকার।