ক্যাটাগরি

গোপালগঞ্জে আড্ডায় ৭ যুবকের জরিমানা

বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করেন।

দণ্ডিতরা হলেন আসাদ বিশ্বাস (২৬), বাবুল বিশ্বাস (২৮), সাদ্দাম শেখ (৩০), হাসানুর বিশ্বাস
(২৬), মো. আলামিন (২৬), মিন্টু বিশ্বাস
(৩০)  ও মো. কাশেম (৩০)। এরা
সবাই কাশিয়ানী উপজেলার বরাশুর আদর্শ গ্রামের বাসিন্দা।

ইউএনও সাব্বির আহমেদ
জানান, দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশনে সরকারি নির্দেশ অমান্য করে ওই সাত যুবক সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছিলেন।

“পুলিশ  তাদের
সেখান থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে। পরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ওই সাত যুবকের প্রত্যেককে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ
আইনে ২ হাজার টাকা করে জরিমানা করা
হয়।”