ক্যাটাগরি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিহত জয়নাল আবেদিন (৩৫) জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়য়ের ভাংবাড়ি
গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান,
বুধবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোষপাড়ার
কাছে ভারতের ২০০ গজ ভেতরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

তিনি এলাকাবাসীর বরাতে বলেন, জয়নাল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের
ইসলামপুর পাঞ্জিপাড়া গ্রামে বিয়ে করেছেন। শ্বশুরবাড়িতেই তিনি প্রায় ১০ বছর ধরে বসবাস
করে আসছেন।

কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এ সম্পর্কে নিশ্চিত হতে বিজিবি খোঁজখবর নিচ্ছে।
বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জয়নাল
চোষপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে তার শ্বশুরবাড়িতে যাওয়ার
চেষ্টা করছিলেন। এ সময় টহলরত ভারতের চাকলাগড় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। ভারতের
প্রায় ২০০ গজ ভেতরে তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা জয়নালের লাশ নিয়ে গেছে।