বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় ও পাহড়তলী এলাকার একটি কমিউনিটি সেন্টারে
এসব ত্রাণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান, সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৮১টি বেদে পরিবারকে এবং পাহাড়তলীতে
হিজড়া ১৮৮ জনকে ত্রাণ বিতরণ করা হয়।
এদিকে মুক্তিযোদ্ধা কমান্ডকে ১৩০টি পরিবারের মধ্যে বিতরণের জন্য ত্রাণসামগ্রী
হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ম্যাজিস্ট্রেট তৌহিদ জানান, ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব
বজায় রেখে ত্রাণের প্যকেটগুলো সাজিয়ে রাখা হয়েছিল। হিজড়া সম্প্রদায়ের লোকজন এসে সারিবদ্ধভাবে
ত্রাণ সংগ্রহ করেন।
হিজড়াদের ত্রাণ বিতরণের সময় স্থানীয় সাংসদ আফসারুল আমীনের পক্ষে তার ছেলে
ফয়সাল আমীন ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।