ক্যাটাগরি

খাবার না পেয়ে হিংস্র পিরোজপুরের বেওয়ারিশ প্রাণীরা

তাদের জন্য খাবার নিয়ে এগিয়ে
এসেছে জেলা প্রশাসন ও পিরোজপুর ইয়ুথ
সোসাইটি। বৃহস্পতিবার রাতে এ
কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক আবু
আলী মো.
সাজ্জাদ হোসেন
বলেন, করোনাভাইরাস
প্রতিরোধের জন্য ২৬ মার্চ থেকে
শহরের সব রেঁস্তোরা
ও অন্যান্য খাবারের দোকান বন্ধ রয়েছে। খাবার
না পেয়ে রাস্তায়
থাকা 
প্রাণীরা অভুক্ত অবস্থায় থাকছে। এ
কারণে তারা
হিংস্র আচারণ করেছে। তাদের প্রতিদিন
খাবার দেওয়ার
জন্য পিরোজপুর
ইয়ুথ সোসাইটিকে
সহযোগিতা করছে
জেলা প্রশাসন।

পিরোজপুর শহরে অর্ধশতাধিক
বেওয়ারিশ কুকুর রয়েছে বলে জানিয়েছেন সোসাইটির প্রধান সমন্বয়কারী মো. হাসিবুল
ইসলাম হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
তিনি বলেন, “করোনাভাইরাসের কারণে
মানুষের পাশাপাশি
পশু-পাখিরাও
খুব বিপদে পড়েছে। হোটেল-রেঁস্তোরা বন্ধ
থাকায় খাবার
পাচ্ছে না
অনেক প্রাণী।
তাই তাদের
খাবার দেওয়ার
জন্যই জেলা
প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর ইয়ুথ সোসাইটি
এই উদ্যোগ নিয়েছে

“হোটেল-রেঁস্তোরা না
খোলা পর্যন্ত  প্রতিদিন
রাতে শহরের
বেওয়ারিশ ৬০ থেকে ৭০টি
অভুক্ত প্রাণীকে
এই খাবার
দেওয়া হবে।”